বিচার ব্যবস্থা রাজনৈতিক চাপে ভীতসন্ত্রস্ত : খন্দকার মাহবুব


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২০ মে ২০১৫

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচার ব্যবস্থা স্বাধীন নয় বরং সর্বদা রাজনৈতিক চাপে ভীতসন্ত্রস্ত। গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে বিচার ব্যবস্থা দুর্নীতিমুক্ত হবে না। বিধিমালা মেনে দক্ষ ও যোগ্য বিচারক নিয়োগ দিতে হবে। তবেই নিরপেক্ষ বিচার নিশ্চিত করা সম্ভব ও মানুষ ন্যায় বিচার পাবে।

বুধবার দুপুরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি আয়োজিত বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০১৫ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিচার ব্যবস্থা স্বাধীন হলে আইনজীবীদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং মানুষ ন্যায় বিচার পাবে। এসময় বার কাউন্সিলকে দুর্নীতিমুক্ত করতে ও আইনজীবীদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য আসন্ন বার কাউন্সিলের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেন- আইনজীবীরা ন্যায় বিচার, মানবাধিকার ও আইনের শাসন কায়েমের জন্য কাজ করে। বিচার বিভাগ শক্তিশালী হলে আইনজীবীদের পেশাগত যোগ্যতার মূল্যায়ন হবে। আইনজীবীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দক্ষ ও যোগ্য হিসেবে তৈরি হতে হবে।

সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বলেন, বিচার ব্যবস্থা স্বাধীন ও দুর্নীতিমুক্ত হলে আইনজীবীদের মর্যাদা বাড়বে। অ্যাডভোকেট সানাউল্লা মিয়া বলেন, আসন্ন বার কাউন্সিলের নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল বিজয়ী হলে আইনজীবীদের অর্থনৈতিক সমস্যা সমাধানে কাজ করা হবে ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত যোগ্যতার মূল্যায়ন করা হবে।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলুর সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী আব্দুল জামিল মোহাম্মদ আলী (এজে মোহাম্মদ আলী), সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাবেক এমপি ও আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ বার কাউন্সিলের ফাইনান্স কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী খতিবুদ্দীন আহম্মেদ, সিনিয়র আইনজীবী মো. ইছাহক, মো. আব্দুল হালিম, মো. ইউসুফ আলী প্রমুখ।

এর আগে অতিথিরা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এমদাদুল হক মিলন/এসএইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।