বঙ্গোপসাগরে দুই মাস ক্রাস্টাশিয়ান্স ফিস ধরা নিষেধ
বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক জোনে ফিশিং ট্রলারসহ সব ধরনের ট্রলারের বুধবার থেকে আগামী ৬৫ দিনের জন্য ক্রাস্টাশিয়ান্স প্রজাতির (কঠিন আবরণ বা খোলসযুক্ত সামুদ্রিক মাছ ও জলজ প্রাণী) আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ প্রজাতির (চিংড়ি, লবস্টার, কাটলফিশ ইত্যাদি) মাছের সুষ্ঠু প্রজনন ও সঠিকভাবে বেড়ে উঠার পাশাপাশি সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
সরকারের উদ্যোগে অর্থনৈতিক ভিত্তির প্রেক্ষাপটে ক্রাস্টাশিয়ান্স প্রজাতির মাছ আহরণ ও নিষিদ্ধের এ সিদ্ধান্ত এবারই প্রথম নেয়া হলো বলে মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুম-আরা-মনি জানিয়েছেন।
তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ক্রাস্টাশিয়ান্স প্রজাতির মাছ ও জলজপ্রাণীর প্রজনন ভবিষ্যতে আরো অনেক বেশি বৃদ্ধির লক্ষ্যেই সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ (বুধবার) থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ২ মাস ৫ দিন সকল প্রকার ফিশিং ট্রলার ও ফিশিংবোট ক্রাস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটলফিশ ইত্যাদি) আহরণ করতে পারবে না।
সরকারের এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ( ১৯৮৩ ) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। -বাসস
আরএস/পিআর