মানাম আহমেদকে নিয়ে রাজুর মিউজিক ভিডিও
জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হিসেবেই তার পরিচিতি। তবে একজন মানাম আহমেদ খ্যাতিমান কিবোর্ডশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও সর্বজন শ্রদ্ধেয়। সেই সঙ্গীত ব্যক্তিত্বকে নিয়ে এবার কাজ করলেন তরুণ গায়ক রাজু।
মানাম আহমেদের সুর ও সঙ্গীতে গান গেয়েছেন পাওয়ার ভয়েসখ্যাত কণ্ঠশিল্পী এ আই রাজু। আরেকটি খবর হচ্ছে, ‘তালাশ’ শিরোনামের গানটির ভিডিওতেও অংশ নিয়েছেন মানাম আহমেদ।
এ বিষয়ে রাজু জাগো নিউজকে বলেন, ‘মানাম ভাই দেশের সকল সঙ্গীত প্রিয় মানুষের প্রিয়। আমি নিজেও তার ভক্ত এবং অনুসারী। অভিভাবকসম এই মানুষটির সাথে কাজ করাটা আমার কাছে গর্বের ব্যাপার। মানাম ভাই আমাকে সন্তানের মতো স্নেহ করেন। ইচ্ছে ছিল তার সুর-সঙ্গীতে গাইব। সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমার অভিষেক অ্যালবামের সব গান তৈরি করছেন তিনি। অ্যালবামের শিরোনাম গানটির ভিডিওতেও তিনি অংশ নিয়েছেন। এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি। আশা করছি ভিডিওটি সবাই দেখবেন।’
এ আই রাজুর নতুন গান ‘তালাশ’ ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে ১৮ মে। এ ছাড়া গানটি দেখানো হচ্ছে গানবাংলাসহ বিভিন্ন টিভি চ্যানেলে। শুনতে পাওয়া যাবে দেশের সব কয়টি এফএম রেডিওতেও।
রবিউল ইসলাম জীবনের লেখা ‘তালাশ’ গানটির ভিডিও কনসেপ্ট তৈরি করেছেন তানভীর খান। এটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। এতে মডেল হয়েছেন শারমীন ও তৌসিফ তরুণ। ‘তালাশ’-এর শুটিং হয়েছে হাতিরঝিল ও উত্তরার দিয়াবাড়িতে।
ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা রাজুর। শিল্পী হবার বাসনায় শিখেছেন গিটার। গানের তালিম নিয়েছেন ওস্তাদ সঞ্জীব দে’র কাছে। শিল্পী হবার বাসনা নিয়ে সঙ্গীত প্রতিভা খোঁজার প্রতিযোগীতামূলক অনুষ্ঠান পাওয়ার ভয়েসের প্রথম আসরে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন রাজু। এবার মিউজিক ভিডিও দিয়ে সঙ্গীতাঙ্গণে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।
এছাড়াও বাপ্পা মজুমদার, ইমন সাহার সাথে নতুন কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন রাজু। তারুণ্যে উদ্দীপ্ত এই তরুণ তুর্কীর পথচলা সাফল্যে পূর্ণ হোক।
এলএ