নাশকতার ৩ মামলায় ফখরুলের জামিন নামঞ্জুর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাশকতার অভিযোগে পল্টন থানায় দায়েরকৃত তিনটি মামলায় রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা চাইলে চলতি মাসের ২৩ তারিখের মধ্যে মির্জা ফখরুলকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করতে পারবে। বুধবার ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত এ আদেশ দেন।
এর আগে মির্জা ফখরুলকে বুধবার সকাল ৮টায় রিমান্ড ও জামিন শুনানির জন্য কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত গত রবিবার মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা পল্টন থানার এ তিন মামলায় জামিনের আবেদন করেন। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তারা ৩০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিন শুনানির জন্য বুধবারের দিন ধার্য করেন।
উল্লেখ্য, বিএনপির হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে ফখরুল ইসলামকে আটক করে পুলিশ।
জেআর/এমএস