ইউনেস্কোর সাধারণ সভা শুরু আজ


প্রকাশিত: ০৪:০৮ এএম, ০২ জুলাই ২০১৭

আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর বার্ষিক সাধারণ সভা।

রোববার থেকে পোল্যান্ডের ক্রাকাউ শহরে শুরু সংগঠনের ৪১তম বার্ষিক এ সাধারণ সভা চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।

এতে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর নেতৃত্বে একটি দল এরইমধ্যে পোল্যান্ডে গেছেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদফতর, বন বিভাগ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) একজন সদস্য।

এবারের সভায় বহুল আলোচিত রামপাল বিদ্যুকেন্দ্র প্রকল্প নিয়ে আলোচনার কথা রয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।