জাতীয় নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা কাড়ছে কংগ্রেস


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০২ জুলাই ২০১৭

ছোট বা বড় যে কোনো ক্ষেত্রেই নিজের ক্ষমতা হারাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা ইস্যুতেও ট্রাম্পের ক্ষমতা কেড়ে নিচ্ছে কংগ্রেস।

রাশিয়া ইস্যু থেকে শুরু করে পেন্টাগনের বাজেট পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে হোয়াইট হাউসের ক্ষমতা কমিয়ে আনতে এবং কিছু ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিতে শুধুমাত্র ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করছে কংগ্রেস।

এর আগে সতর্ক অবস্থানে থেকে রাশিয়া সম্পর্কে মন্তব্য করেছিলেন ট্রাম্প। সেসময় সিনেট রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এনেছিল। ফলে যে কোনো প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা এবং ক্রেমলিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা অর্জন করে কংগ্রেস।

চলতি সপ্তাহে কংগ্রেসনাল কমিটি ৩০ বিলিয়ন ডলারের তিনটি প্রতিরক্ষা বিলে অনুমোদন দিয়েছে। ট্রাম্প প্রশাসন এর আগে যে প্রস্তাবনা দিয়েছিল তার চেয়ে এই বাজেট অনেক বেশি ছিল বলে অভিযোগ করেছেন রিপাবলিকানরা। তাদের অভিযোগ সামরিক খাত পুনর্নিমাণে ট্রাম্প যে বাজেটের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ব্যর্থ হয়েছে।

চলতি সপ্তাহের আকস্মিক একটি নির্বাচনে হাউস প্যানেল ২০০১ সালের সামরিক বাহিনীর একটি সংশোধনী বিল বাতিলের পক্ষে অনুমোদন দিয়েছে। এর ফলে সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানে বৈধ কর্তৃত্ব পাচ্ছে মার্কিন সেনাবাহিনী।

জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মিয়েকে ইয়োইয়াং বলেছেন, আমি মনে করি কংগ্রেসে রিপাবলিকান সদস্যদের অবনতি হয়েছে। তারা হোয়াইট হাউসে যোগ্য নেতৃত্ব দিতে পারছেন না।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।