ইন্দোনেশিয়ার উপকূলে আরও ৫০০ বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্ধার


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ২০ মে ২০১৫

ইন্দোনেশিয়া উপকূলে নতুন করে ৫০০ বাংলাদেশি ও রোহিঙ্গাকে উদ্ধার করার খবর দিয়েছেন উদ্ধারকর্মীরা। এদের মধ্যে ২৬ জন নারী ও ৩১ জন শিশু রয়েছে। বুধবার ভোরের দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের লাংসা উপকূল থেকে এই অভিবাসীদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। খবর রয়টার্স।

ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির কর্মকর্তা খায়রুল নোভা বলেন, “আমরা সব মিলিয়ে প্রায় পাঁচশ জনকে পেয়েছি। ছোট ছোট নৌকায় করে তাদের সাগর থেকে তীরে আনা হচ্ছে।”

গত দুই সপ্তাহে দুই হাজারেরও বেশি মানুষ পাচারকারীদের নৌকায় করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাটিতে নামতে পারলেও এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষ আন্দামান সাগর ও থাই উপকূলে টকা পড়ে আছে বলে মানবাধিকার সংস্থাগুলোর ধারণা।   

প্রসঙ্গত, গত কয়েক দিনে ওই তিন দেশের উপকূলরক্ষীরা মানুষবোঝাই বেশ কিছু নৌকা উপকূলে ভিড়তে না দিয়ে গভীর সাগরে ঠেলে দেয়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

এদিকে সমুদ্রপথে মানবপাচার বন্ধে বুধবার কুয়ালালামপুরে জরুরি বৈঠকে বসেছেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।