হালেপকে হারিয়ে দ্বিতীয় স্থানে শারাপোভা


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৯ মে ২০১৫

ইতালিয়ান ওপেনের শিরোপা জয়ের মাধ্যমে রোমানিয়ার সিমোনা হালেপকে সরিয়ে টেনিস র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রাশিয়ার হার্টথ্রব মারিয়া শারাপোভা।

টুর্নামেন্টের ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিলেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। শারাপোভার কাছে ফাইনালে হারলেও, র্যাং কিংয়ে উন্নতি হয়েছে তার। দশম স্থান থেকে অষ্টমে উঠে এসেছেন নাভারো।

আর ইনজুরির কারণে ইতালিয়ান ওপেন থেকে নিজেকে টুর্নামেন্ট শুরুর আগেই সরিয়ে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তাতে র‌্যাংকিংয়ে কোনো ক্ষতি হয়নি তার। ঠিকই নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন সেরেনা।

শীর্ষ দশ খেলোয়াড়ের র‍্যাংকিং:

১. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) : পয়েন্ট ৯৩৬১
২. মারিয়া শারাপোভা (রাশিয়া) : পয়েন্ট ৭৭১০
৩. সিমোনা হালেপ (রোমানিয়া) : পয়েন্ট ৭৩৬০
৪. পেত্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র) : পয়েন্ট ৬৭৬০
৫. ক্যারোলিন ওজনিয়াকি (ডেনমার্ক) : পয়েন্ট ৪৯৪০
৬. ইউজেনি বুচার্ড (কানাডা) : পয়েন্ট ৪১৬৭
৭. আনা ইভানোভিচ (সার্বিয়া) : পয়েন্ট ৩৬৫৫
৮. কার্লা সুয়ারেজ নাভারো (স্পেন) : পয়েন্ট ৩৬৪৫
৯. একাতিরিনা মাকারোভা (রাশিয়া) : পয়েন্ট ৩৫১০
১০. আন্দ্রে পেটকোভিচ (জার্মানি) : পয়েন্ট ৩৩১৫

এসকেডি/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।