সমকামী বিয়ে বৈধতা পেল জার্মানিতে


প্রকাশিত: ১১:০৬ এএম, ৩০ জুন ২০১৭

জার্মানিতে সমকামী বিয়ের প্রস্তাবে পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা মিলেছে। শুক্রবার জার্মানির পার্লামেন্টে সাংসদেরা ওই প্রস্তাবের পক্ষে ভোট দেন। খবর বিবিসির।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল সমকামী বিয়ের বিরোধিতা করে আসছিলেন। তবে সাধারণ নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করে সোমবার এসে সমকামীদের বিয়ের ব্যাপারে পার্লামেন্টে ভোট গ্রহণের ঘোষণা দেন তিনি।

শুক্রবার তা নিয়ে জার্মান পার্লামেন্টে ভোটগ্রহণ হয়। ভোটে প্রস্তাবটির পক্ষে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা আসলেও মেরকেল কিন্তু বিপক্ষে ভোট দিয়েছেন। তার রাজনৈতিক বিরোধিরা অবশ্য প্রস্তাবটির পক্ষে অবস্থান নিয়েছিল।

ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সমকামীরা এখন বিয়ে করতে পারবেন। এছাড়া দত্তক নিতে পারবেন সন্তান।

এর আগেই অনেক দেশ সমকামী বিয়ের বৈধতা দিয়েছে। সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, নরওয়ে, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে সমকামীরা বিয়ে করে একসঙ্গে থাকতে পারেন। সেখানে বিয়েতে আইনি কোনো বাধা নেই।

কেএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।