কাবুলের একাধিক সরকারি ভবনে ধারাবাহিক বিস্ফোরণ


প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৯ মে ২০১৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের একাধিক সরকারি ভবনে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এ পর্যম্ত পাঁচজনের নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলের দিকে এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, মধ্য কাবুলে সেরেনা হোটেলের কাছে বেশ কয়েকটি সরকারি দফতরে এ বিস্ফোরণ হয়েছে। এর সন্নিকটে দেশটির খনি মন্ত্রণালয় অবস্থিত। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ নিয়ে গত দু`সপ্তাহে পাঁচটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটলো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্র আওয়াজে কেঁপে ওঠে চারদিক। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

এসএইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।