প্রথমবারের মতো হংকং সফরে শি জিনপিং


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৯ জুন ২০১৭

ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের স্বাধীনতা লাভের ২০ বছর পূর্তি উৎসবে উপস্থিত থাকার জন্য প্রথমবারের মতো হংকং সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক পৌঁছেছেন তিনি। খবর এএফপির।

সেখানে পৌঁছানোর পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শি জিনপিং বলেন, এখানকার মানুষ আমার মন জয় করে নিয়েছে। সব সময়ের মতোই হংকংয়ের পাশে রয়েছে চীনের কেন্দ্রীয় সরকার। হংকংয়ের অর্থনৈতিক উন্নয়ন ও সেখানকার লোকজনের জীবনযাত্রার মান আরও উন্নত করতে বেইজিং সবসময় সহায়তা করে যাবে বলেও অঙ্গীকার করেন তিনি।

Xi-Jinping

চীনের এই প্রেসিডেন্টের সফরকে ঘিরে ব্যাপক আয়োজন করেছে হংকং। সারা শহর সাজানো হয়েছে। এতকিছুর মধ্যেও সেখানকার বেইজিং বিরোধীরা গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সেই আশঙ্কা থেকে ইতোমধ্যেই বেশ কয়েকজন সুপরিচিত আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।

পাঁচ বছর আগে অর্থাৎ ১৫ বছর পূর্তি উৎসবে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও হংকং সফর করেছিলেন। সেসময় চরম বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। সেকারণেই শি জিনপিংয়ের সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

কেএ/টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।