ভেনেজুয়েলায় অ্যাটর্নি জেনারেলের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৯ জুন ২০১৭

ভেনেজুয়েলায় অ্যাটর্নি জেনারেলের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে তার সব সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসির।

সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, আদালত সম্পর্কে মন্তব্য করে মারাত্মক ভুল করেছেন লুইসা ওরতেগা ডিয়াজ নামের ওই অ্যাটর্নি জেনারেল। গত মার্চে আদালত সম্পর্কে লুইসার মন্তব্যের পর থেকেই তাকে নিয়ে সমস্যা শুরু হয়।

তবে সমালোচকরা বলছেন, আসলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অ্যাটর্নি জেনারেলকে তার পদ থেকে সরিয়ে দিতে চাইছেন।

ওই অ্যাটর্নি জেনারেল জুলাইর ৪ তারিখে একটি শুনানিতে হাজির হয়েছিলেন। তাকে বিচারের মুখোমুখি করা হতে পারে। ভেনেজুলায় কয়েক মাস ধরেই সরকার বিরোধী বিক্ষোভ চলছে। প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছেন বহু মানুষ। দেশের এমন অস্থিতিশীলতার মধ্যেই অ্যাটর্নি জেনারেলের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।