লিবিয়া উপকূলে ২৪ অভিবাসীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৮ জুন ২০১৭

লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূল থেকে ২৪ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে রেড ক্রিসেন্ট দলের স্বেচ্ছাসেবকরা। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উপকূলরক্ষীরা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

গত সপ্তাহের শেষের দিকে ভূমধ্যসাগরের তীরে মরদেহ ভেসে আসা শুরু হয়। কয়েকজনের মরদেহের অনেকাংশই কুকুরে খেয়ে ফেলেছে। তাজুরা জেলার বাসিন্দারা বিভৎস এই তথ্য জানিয়েছেন।

এর আগে গত সপ্তাহে ভূমধ্যসাগর রবারের নৌকায় পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় শতাধিক অভিবাসী ডুবে গয়েছিল।

সোমবার রাতে ভূমধ্যসাগর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে জার্মান একটি সাহায্যকারী গ্রুপ। কয়েক হাজার লোককে ওই সময় সাগর থেকে উদ্ধার করা হয়েছে।

ইতালির কোস্টগার্ড বলছে, প্রায় পাঁচ হাজার অভিবাসীকে সোমবার রাতে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছে। সব রকমের চেষ্টা সত্ত্বেও রবারের নৌকা ডুবে তিনজনের মৃত্যু হওয়ার তথ্য জানিয়েছে জাংগেন রেটেট নামের ওই জার্মান সংস্থা।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন মামেসর ২১ তারিখ পর্যন্ত ৭২ হাজার শরণার্থী ইতালি পৌঁছেছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে। যা ২০১৬ সালের চেয়ে ২০ শতাংশ বেশি। এই সময়ের মধ্যে দুই হাজারেও বেশি শরণার্থী মারা যাওয়ার তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।