ভেনিজুয়েলার আদালতে বোমা হামলা


প্রকাশিত: ০৩:৩০ এএম, ২৮ জুন ২০১৭

হেলিকপ্টার থেকে ভেনিজুয়েলার সর্বোচ্চ আদালতে বোমা হামলার অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

মঙ্গলবারের এ ঘটনায় হামলাকারীদের খুঁজে বের করা হবে জানিয়ে পরিস্থিতি মোকাবেলায় ফোর্স মোতায়েনের কথা জানিয়েছেন মাদুরো। খবর- বিবিসি ও রয়টার্সের।

কারাকাস বলছে, পুলিশ হেলিকপ্টার নিয়ে এক সেনা কর্মকর্তা সুপ্রিম কোর্টের উপর এ বোমা ছুড়েছেন। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের শব্দের আগে শহরের উপর দিয়ে একটি হেলিকপ্টার চক্কর দিচ্ছে।

দেশটিতে বামপন্থী মাদুরো সরকারের বিরুদ্ধে প্রতিদিনকার জনবিক্ষোভ অব্যাহত থাকায় সেখানকার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চরম অবস্থায় পৌঁছেছে।

গত ১ এপ্রিল থেকে মাদুরো সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন-সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।