চীনের সীমান্তে ঢুকে পড়েছে ভারতীয় বাহিনী


প্রকাশিত: ১০:০৬ এএম, ২৭ জুন ২০১৭

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চীনের স্বশাসিত অঞ্চল তিব্বতে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। ভারতের সিকিম রাজ্য থেকে অবৈধভাবে তিব্বতে বিএসএফের অনুপ্রবেশের অভিযোগ এনেছে বেইজিং। খবর রয়টার্সের।

চীনা পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনাদের অবৈধভাবে অনুপ্রবেশের কারণে দিল্লির সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও জটিল হতে পারে। ভারতীয় বাহিনী যথাযথ প্রক্রিয়া মানেনি বলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।

ভারতকে চীনের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সোমবার এক বিবৃতিতে আহ্বান জানিয়েছে বেইজিং। সিকিম ও তিব্বতের মাঝামাঝি নাথু লা পাসে তীর্থযাত্রীদের যাত্রা বন্ধ করে দিয়েছে চীন।

ভারত ও চীনের মধ্যে একমাত্র স্থল সীমান্ত পথ নাথুলা পাস। হিমালয়ের ১৪ হাজার চারশ ২৫ ফুট উঁচুতে অবস্থিত ভারত-চীন পথটি। চীনের তিব্বত সীমান্তের সঙ্গে পথটিতে ভারতের সিকিম রাজ্যের সীমান্ত মিলে গেছে।

চীন-ভারত যুদ্ধের সময় ১৯৬২ সালে ভারতের সঙ্গে চীনের এই বাণিজ্যপথটি বন্ধ করে দেয়া হয়। ২০০৬ সালের ৮ জুলাই দীর্ঘ ৪৪ বছর পর এই সীমান্তপথটি চীনের সঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয় ভারত।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় অপর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কাজে বাধা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সীমান্তে শান্তি বজায় রাখার ক্ষেত্রে তা হুমকিস্বরূপ।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চীন বিশ্বাস করে। তবে সবসময় বৈধ অধিকার নষ্ট না করার ক্ষেত্রে সজাগ থাকার কথাও জানানো হয়েছে। ভারত বিষয়টিকে জটিল করবে না বলেও তাদের প্রত্যাশা। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশা করা হয়েছে ওই বিবৃতিতে।

কেএ/টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।