রাসায়নিক হামলা চালাতে পারেন আসাদ!


প্রকাশিত: ০৩:৩৮ এএম, ২৭ জুন ২০১৭

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সম্ভবত রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছেন। এই হামলার ফলে ব্যাপক বেসামরিককে প্রাণ হারাতে হবে। সোমবার হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, আসাদ এমন হামলা চালালে সিরিয়াকে চড়া মূল্য দিতে হবে। খবর এএফপির।

হোয়াইট হাউজের তরফ থেকে বলা হয়েছে, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। আসাদ বাহিনী সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালালে তাদের এজন্য মূল্য দিতে হবে।

asadছবি : এ বছর এপ্রিলে সিরিয়ায় রাসায়নিক হামলায় আহত শিশু

এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, আসাদ আরো রাসায়নিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছে। এই হামলার ফলে নিষ্পাপ শিশুসহ বহু বেসামরিক নিহত হবে। এই হামলা চলতি বছরের এপ্রিলের ৪ তারিখে চালানো রাসায়নিক হামলার মতই হবে।

asadছবি : এ বছর এপ্রিলে সিরিয়ায় রাসায়নিক হামলায় আহত একজন

বিদ্রোহী অধ্যুষিত খান শেইখুন এলাকায় আসাদ বাহিনী রাসায়নিক হামলা চালাবে এমনটাই বলছে যুক্তরাষ্ট্র। কিন্তু আসাদ সরকারের তরফ থেকে যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করা হয়েছে। তারা বলছে, এটা শতভাগ মিথ্যা গল্প।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।