মসজিদে চুরি করে চিঠি রেখে গেছে চোর


প্রকাশিত: ১০:২২ এএম, ২৬ জুন ২০১৭

চুরির নানা রকম কায়দা কৌশলের কথাতো আমরা শুনেই থাকি। বিভিন্ন রকমের জিনিস চুরি যাওয়ার গল্পও কম নয়। তাই বলে মসজিদ থেকে চুরি! চোরের কি ধর্মও নেই?

পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের জামিয়া মসজিদ সাদিকুল মদিনা থেকে ৫০ হাজার টাকা ও আযান দেয়ার জন্য ব্যবহৃত মাইকের ব্যাটারি চুরি করেছেন এক চোর। এখানেই ঘটনার শেষ নয়। চুরি করে চলে যাওয়ার আগে একটা চিরকুটও লিখেছেন তিনি। তাতে যা লেখা আছে, তা পড়লে না ভেবে সিদ্ধান্তে অাসা অনেকটাই কঠিন।

চোর লিখে রেখে গেছেন, চুরির বিষয়ে কারও নাক গলানোর দরকার নেই। বিষয়টা তার এবং অাল্লাহর মধ্যকার ব্যাপার। এ নিয়ে ব্যাপক শোরগোল চলছে সেখানে।

চুরির বিষয়টি নিজের (চোরের) এবং আল্লাহর ব্যাপার জানিয়ে তার খোঁজ না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি আরও লিখেছেন, ‘আমি অত্যন্ত গরীব। এর আগে সাহায্য চাওয়ার জন্য এই মসজিদে এসেছিলাম। কিন্তু মসজিদের ইমাম আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। বাধ্য হয়েই অামি চুরি করেছি।’

তিনি আরও লেখেন, ‘আমি কোনো মানুষের বাড়িতে চুরি করিনি। চুরি করেছি আল্লাহর ঘরে। টাকা নেয়ার বিষয়টি আমাদের মধ্যেকার।’

বিষয়টি জানার পর চোরকে ক্ষমা করে দেয়ার জন্য মসজিদের ইমামের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। তবে মসজিদের ইমাম চোরের শাস্তির দাবি তুলে তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়েছেন। তবে চোরের সাহায্য চাওয়ার বিষয়টি তিনি গোপন রেখেছেন।

কেএ/টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।