রাজপরিবার ত্যাগ করতে চেয়েছিলেন প্রিন্স হ্যারি


প্রকাশিত: ০৬:৫২ এএম, ২৬ জুন ২০১৭

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারির রাজপরিবার নিয়ে এতটাই মোহভঙ্গ হয়েছিলো যে তিনি ওই পরিবার থেকেই বেরিয়ে যেতে চেয়েছিলেন। যুবরাজের খেতাবও বর্জন করতে চেয়েছিলেন প্রিন্সেস ডায়নার ছোটো ছেলে। খবর বিবিসির।

ব্রিটেনের মেইল অন সানডে পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে ব্রিটেনের রানী এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি বলেছেন, রাজপরিবার নিয়ে একসময় তার এতটাই মোহভঙ্গ হয়েছিলো যে তিনি এই পরিবার ত্যাগ করতে চেয়েছিলেন।

৩২ বছরের প্রিন্স হ্যারি বলেন, সেনাবাহিনীতে যোগ দিতে পেরে তিনি হাফ ছেড়ে বেঁচেছিলেন। মোট ১০ বছর ব্রিটিশ সেনাবাহিনীতে ছিলেন তিনি। দু’দফায় আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন। মিডিয়াতে তার আফগানিস্তানে মোতায়েনের খবর ফাঁস হওয়ার পর নিরাপত্তার আশঙ্কায় তিনি সেনাবাহিনী ছাড়েন।

সেনাবাহিনী ছাড়ার পর থেকে তিনি নানারকম দাতব্য কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। হ্যারি জানান, তার প্রয়াত মায়ের কাছ থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি বলেন, দাতব্য কাজ আমার খুব ভালো লাগে। মানুষের সঙ্গে মিশতে ভালো লাগে।

গত সপ্তাহে মার্কিন সাময়িকী নিউজ উইকের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেন, ‘রাজপরিবারের কেউই সিংহাসন চায়না। রাজপরিবারে একজনও কি আছে যিনি রাজা বা রানি হতে চান ? আমার তা মনে হয়না...’।

হ্যারি বলেন, রাজপরিবারের ভবিষ্যৎ নিয়েও তার চিন্তাভাবনা রয়েছে। রাজতন্ত্র যাতে টিকে থাকে, তার চেষ্টা আমরা করে যাবো...কিন্তু রানির আমলে রাজতন্ত্র যেভাবে চলছে সেভাবে আর চলতে পারেনা। পরিবর্তন আসছে, সবকিছু ঠিকঠাক-মতো করার জন্য চাপ বাড়বে।

হ্যারি বলেন, বিশেষ করে সামাজিক মাধ্যমের কারণে সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে। সুতরাং রাজতন্ত্রের আধুনিকায়নে আমরা কাজ করছি।

টিটিএন/এমএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।