রানওয়েতে উল্টে গেল মার্কিন যুদ্ধ বিমান


প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৫ জুন ২০১৭

বৃষ্টিভেজা রানওয়েতে উল্টে গেল মার্কিন যুদ্ধ বিমান। অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট এবং বিমানের এক মেরামত কর্মী।

ওহাইওর ডেটন আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার মার্কিন ওই যুদ্ধবিমানটি অনুশীলন করছিল। শুক্রবার সকালেই সেখানে মুষলধারে বৃষ্টি হয়েছিল। এফ-১৬ডি যুদ্ধ বিমানটি নিয়ে ডেটন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনুশীলনে বেরোন পাইলট এরিক গঞ্জালভেস।

বিমান উড্ডয়নের সময় আবহাওয়া অনুকুলেই ছিল। কিন্তু স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দরে নামার সময়ই বিপত্তি ঘটে। বৃষ্টিভেজা রানওয়েতে বিমানটির চাকা পিছলে যায়।

কেউ কিছু বুঝে ওঠার আগেই উল্টে যায় বিমানটি। ভেতরে আটকে পড়েন পাইলট ও বিমান মেরামত কর্মী। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর তাদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

বিমান বাহিনীর এরিয়েল অ্যাক্রোবেটিকস দলের প্রধান লে. কর্নেল জেসন হার্ডি জানিয়েছেন, নামার সময় রানওয়ে থেকে ৩শ ফুট দূরে ছিটকে পড়ে বিমানটি। গত ৬৪ বছরে কোনও যুদ্ধ বিমান এমন দুর্ঘটনার শিকার হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।