ভূমধ্যসাগরে নৌ-মিশন চালাবে ইইউ
ভূমধ্যসাগরে নৌবাহিনীর মিশন পরিচালনার পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ-এর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকো মঘারিনি লিবিয়ার মানব পাচারকারীদের ধরতে সোমবার এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
ইইউ নেতারা এ ব্যাপারে একমত হলে পরিকল্পনাটি সফল করার জন্য জাতিসংঘ অনুমোদনের পথ সুগম হবে বলে জানিয়েছেন তিনি।
ইইউ চায় মানবপাচারকারীদের ধরতে লিবিয়া উপকূলে তাদের নৌকাগুলো ধ্বংস করে উত্তর আফ্রিকার যুদ্ধবিক্ষুব্ধ এলাকা থেকে পালিয়ে আসা শরণার্থীদের ঢল ঠেকাতে। কিন্তু ইইউ এর বেশির ভাগ দেশই এক্ষেত্রে জাতিসংঘের হস্তক্ষেপ চায়।
ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান মঘারিনি বলেন, ভূমধ্যসাগরে মানবপাচারের অপরাধী চক্রকে নির্মূল করতে সাগরে অভিযান চালানোর সিদ্ধান্ত নেবেন ব্লকের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা।
সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আজই একটি সিদ্ধান্ত নিতে পারলে তখন বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জন্য আরো জরুরি এবং পরিষ্কার হবে।”
নেটো মহাসচিব জেনারেল জেনস স্টোলেনবার্গ ইউরোপকে ওই পদক্ষেপ নেয়ারই আহ্বান জানাচ্ছেন। কারণ, “ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা অভিবাসীদের সঙ্গে মিশে গিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা নিয়ে থাকতে পারে।”
এবছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে প্রায় ৫১ হাজার অভিবাসী। এদের মধ্যে ৩০ ৫শ’ জন ইতালি হয়ে ইউরোপে গেছে। সাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ১ হাজার ৮০০ জন ডুবে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা।
এসআরজে