আনা ফ্রাঙ্কের স্মৃতিসৌধ পরিদর্শনে যাবেন ব্রিটেনের রাণী


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৮ মে ২০১৫

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ নাৎসী বাহিনীর কনসেনট্রেশন ক্যাম্প বার্গেন বেলসেন এলাকা পরিদর্শন করবেন। আগামী মাসে জার্মানিতে রাষ্ট্রীয় সফরকালে তিনি এ পরির্দশনে যাচ্ছেন। বাকিংহাম প্যালেস রোববার এ কথা জানায়।

সফরকালে রাণীর সঙ্গে তার স্বামী প্রিন্স ফিলিপও থাকবেন। তারা উভয়ে ক্যাম্পে নির্মিত অ্যান ফ্রাঙ্ক স্মৃতিসৌধ পরিদর্শন এবং হলোকাস্ট থেকে বেঁচে যাওয়াদের সঙ্গে সাক্ষাত করবেন। এই ক্যাম্পে ১৯৪৫ সালে ইহুদি কিশোরী আনা ফ্রাঙ্ক মারা যায়।

এছাড়া জার্মানির উত্তরাঞ্চলের এই বার্গেন বেলসন ক্যাম্পটি মুক্ত করতে যারা সহায়তা করেছিলেন তাদের কারো কারো সাথেও তারা সাক্ষাত করবেন। ১৯৪১ থেকে ১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ সময়ে ইউরোপ থেকে ৫০ হাজারেরও বেশি লোককে এ ক্যাম্পে আটকে রাখা হয়। এদের মধ্যে ২০ হাজার বন্দী মারা যায়।

ব্রিটিশ বাহিনী ৭০ বছর আগে ক্যাম্পটি মুক্ত করে। তারা ওই ক্যাম্পের যেসব ছবি সরবরাহ করে তাই হলোকাস্টের প্রথম চাক্ষুষ প্রমাণ। ব্রিটেনের রাজ দম্পতি আগামী ২৪ থেকে ২৬ জুন জার্মানি সফর করবেন।

আনা ফ্রাঙ্ক একজন জার্মান কিশোরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংঘটিত হলোকাস্টের মর্মান্তিক শিকার আনা ফ্রাঙ্ক। ১৯৪৫ সালের মার্চে নাজি বাহিনীর কনসানট্রেশন ক্যাম্পে আনার মৃত্যু হয়। এই কিশোরীর পুরো পরিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিকতায় মৃত্যুবরণ করে, কেবল আনার পিতা বেঁচে ছিলেন সেই ঘটনার সাক্ষী হয়ে। ১৯৪৭ সালে অটো ফ্রাঙ্ক আনার লেখা ডায়েরি বই আকারে প্রকাশ করে। যা বিশ্বে আনা ফ্রাঙ্কের ডায়েরি নামে ব্যাপক পরিচিতি। আনা ফ্রাঙ্ক সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ব্যক্তিদের মধ্যে অন্যতম আলোচিত এক নাম। আনা ফ্রাঙ্কের লেখা ডায়েরি প্রকাশিত হওয়ার পর তা নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়।

এসএইচএস/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।