ঝালকাঠিতে বিএনপি জামায়াতের ২২ নেতাকর্মী কারাগারে
২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে ঝালকাঠির আলোচিত ৫টি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে জেলা জামায়াতের আমিরসহ বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার বিকেল ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলায়মান এ আদেশ দেন। মামলার শুনানিতে অংশগ্রহণ করেন আসামি পক্ষের অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাবুল, অ্যাডভোকেট মাহেব হোসেন, অ্যাডভোকেট নাসিমুল হাসান, অ্যাডভোকেট ফয়সাল খান, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
মামলার আসামিরা হলেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, জেলা যুবদল সাধারণ সম্পাদক শামীম তালুকদার, জেলা ছাত্রদল আহ্বায়ক সরদার সাফায়াত হোসেনসহ অনেকে।
অ্যাডভোকেট নাসিমুল হাসান বলেন, সুতালড়ী ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ, বাসস্ট্যান্ডে পার্কিং করা গাড়িতে অগ্নিসংযোগ, বিনয়কাঠিতে লেগুনায় অগ্নিকাণ্ড, বৈদারাপুরে ডালবাহী পিকআপভ্যানে পেট্রলবোমা মারার চেষ্টা, গাবখান ব্রিজে এমভি বাঙালিতে পেট্রলবোমা নিক্ষেপ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় ২৪ জন আসামি আদালতে হাজির হয়। এদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের ছেলে হিমেল (১৯) ও নিরপেক্ষ মধ্যবয়সী বাদল হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকি ২২ জনের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পিপি আব্দুল মন্নান রসুল বলেন, আন্দোলনের নামে হরতাল-অবরোধে পেট্রলবোমা মেরে হত্যা চেষ্টায় আদালত আসামিদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, ৫টি মামলায় আইনি জটিলতার কারণে সন্ধ্যা সাড়ে ৭টায় আসামিদেরকে কারাগারে পাঠানো হয়।
এমএএস/আরআইপি