শতভাগ নিশ্চিত, বাগদাদি মারা গেছে


প্রকাশিত: ০৪:০৩ এএম, ২৪ জুন ২০১৭

সন্ত্রাসী গোষ্ঠী আইএস’র কথিত খলিফা আবু বকর আল-বাগদাদি রুশ বিমান হামলায় মারা গেছে। বিষয়টি ১০০ ভাগ নিশ্চিত করেছেন রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির প্রধান ভিক্টোর ওজেরভ।

ভিক্টোর ওজেরভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।

ওজেরভ বলেন, ‘আমি মনে করি বাগদাদির মৃত্যুর খবর এখন ১০০ ভাগ সত্যের কাছাকাছি। কারণ আইএস সন্ত্রাসীরা এখন পর্যন্ত তাকে কোথাও দেখায়নি। এ বাস্তবতা আমাদের বাগদাদির মৃত্যুর বিষয়ে আরও বেশি আস্থাশীল করেছে।’

কয়েকদিন আগে রাশিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, গত ২৮ মে রাতের বেলায় রুশ সুখোয় জঙ্গিবিমান রাকার কাছে একটি সন্ত্রাসী অবস্থানে ১০ মিনিট ধরে হামলা চালায়। ওই রাতে বাগদাদিসহ দায়েশের শীর্ষ সন্ত্রাসী কমান্ডাররা রাকা থেকে তাদের লোকজন সরিয়ে নেয়ার বিষয়ে বৈঠকে বসেছিল।

বিভিন্ন চ্যানেলে তথ্য নিয়ে রাশিয়া পরে জানায় যে, হামলায় বাগদাদি মারা গিয়ে থাকতে পারে। এখন সিনেটর ওজেরভ বলছেন, তার মৃত্যুর বিষয়টি প্রায় একশ ভাগ নিশ্চিত।

সূত্র : রয়টার্স

এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।