মহাকাশে যাত্রা করল পিএসএলভি সি-৩৮


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৩ জুন ২০১৭

আবারও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো দেশ। শুক্রবার সকাল ৯টা ২৯ মিনিটে মহাকাশের উদ্দেশে পাড়ি দিল কার্টোস্যাট-২ সিরিজের কৃত্রিম উপগ্রহ। ৩০টি কৃত্রিম উপগ্রহ নিয়ে এটি মহাকাশে পাড়ি দিয়েছে।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেছে পিএসএলভি সি-৩৮। মহাকাশে পাড়ি দেয়ার আগে বৃহস্পতিবার থেকেই চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।

সফল উৎক্ষেপণের পর ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, ৭১২ কেজির কার্টোস্যাট-২ মূলত রিমোটসেন্সিং স্যাটেলাইট। যা পৃথিবীকে নিরীক্ষণে নানাভাবে কাজে লাগবে।

পাশাপাশি ২৪৩ কেজি ওজনের আরও ৩০টি বিদেশি ছোট কৃত্রিম উপগ্রহ একসঙ্গে পাড়ি দিল মহাকাশে। পিএসএলভির কাঁধে চেপে যে ৩০টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে সেগুলোর মোট ওজন প্রায় ৯৫৫ কেজি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।