বিশ্বের প্রথম রোবট পুলিশ


প্রকাশিত: ০৩:২৩ এএম, ২৩ জুন ২০১৭

পুরোদস্তুর কাজে নেমে পড়েছে রোবট পুলিশ। বিশ্বে এই প্রথম। দুবাইয়ের কেন্দ্রস্থল থেকে একটু দূরে, সেই রূপকথার অট্টালিকা বুর্জ খলিফায়।

দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার খালেদ আল রাজুকি জানিয়েছেন, বাহিনীর এক চতুর্থাংশই ভরে যাবে রোবট পুলিশকর্মীতে। ২০৩০ সালের মধ্যেই তা করা হবে।

মাথায় পুলিশের টুপি। সব সময় চক্কর মারছে বাইকে। চার দিকে নজর রাখতে হবে তো! আর তার বুকে রয়েছে একটা কম্পিউটারের টাচ স্ক্রিন। যেখানে যে কেউ কমপ্লেন করতে পারেন। ব্যবস্থা নেওয়া হবে সঙ্গে সঙ্গেই। রোবটটির সঙ্গে একটি ক্যামেরাও আছে।

রাত হলেই বাইকে আর রাস্তায় ঘোরাঘুরি করবে না সেই রোবট পুলিশ। ঠায় দাঁড়িয়ে পড়বে বুর্জ খলিফার সামনে। সেখানেই দাঁড়িয়ে থাকবে সারা রাত।

তবে এই রোবট পুলিশ অফিসারও অন্য পুলিশকর্মীদের মতো কার্যত, নিধিরাম সর্দার! কারণ সে অপরাধী বা অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না।

গ্রেফতারির কাজটা আপাতত মানুষের ওপরেই ছেড়ে দিয়েছে রোবট পুলিশ!

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।