বিশ্বসেরা বাংলাদেশি হাফেজকে পুরস্কৃত করলেন মিসরের প্রেসিডেন্ট


প্রকাশিত: ১০:০৭ এএম, ২২ জুন ২০১৭

বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে নিজ হাতে পুরস্কার তুলে দিলেন মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। গত ১১ এপ্রিল মিসরের কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হাফেজ মামুন। কুমিল্লার মুরাদ নগরের আবুল বাসারের ছেলে তিনি।

প্রতিযোগিতায় ৫০টির বেশি দেশের শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন তিনি। আয়োজক কর্তৃপক্ষ মামুনের হাতে পুরস্কার তুলে দিয়েছের তার প্রথম হওয়ার সময়ই। তবে অনুষ্ঠানের প্রথা অনুসারে বিশ্বসেরা হাফেজকে সেসময় নিজ হাতে পুরস্কার তুলে দিতে পারেননি মিসরের প্রেসিডেন্ট সিসি।

সে কারণে বুধবার (২১ জুন) বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে নিজ দফতরে ডেকে নেন মিসরের প্রেসিডেন্ট। এ সময় প্রেসিডেন্ট সিসি নিজ হাতে আব্দুল্লাহ আল মামুনকে পুরস্কার তুলে দেন।

হাফেজ আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশে ফিরে আসেন এপ্রিলের ওই অনুষ্ঠানের পর পরই। সম্প্রতি মিসরের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য পুনরায় কায়রো যান তিনি।

মিসরে গিয়ে কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হওয়ায় সেখানকার বাংলাদেশি প্রবাসীদের মাঝে উদ্দীপনা বিরাজ করছে। মামুনকে নিয়ে বেশ গর্বিত তারা।

কেএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।