একশ বস্তা চালের ৭১তম প্রদর্শনী
শিক্ষাই জাতির মেরুদন্ড। একটা জতির উন্নতি অবনতি নির্ভর করে তার শিক্ষার উপর। আজ আমরা অনুন্নত, পরনির্ভর হয়ে অমানবিক জীবন যাপন করছি, এর মূল কারণ শিক্ষার অভাব। কথাটা বলেছিলেন জাপানের এক প্রদেশের মেয়র তোরা সাবুরো কোবাইশি। আজ থেকে ১৬০ বছর পূর্বের অভাবী সামুরাইদের মাঝে পার্শ্ববর্তী দেশ থেকে এক’শ বস্তা চাল সাহায্য হিসাবে এসেছিল।
সেখানকার মেয়র সেই চাল বিক্রি করে স্কুল ঘর বানানোর চিন্তা করে। তিনি সামুরাইদের উদ্দেশ্যে বলেছিলেন, বাহিরের সাহায্যে একটি জাতি বাঁচতে পারে না। সাহায্য গ্রহণ অত্যন্ত ঘৃণিত কাজ। আজ আমাদের অধ:পতনের মূলে রয়েছে শিক্ষার অভাব। এই মূল বক্তব্যের উপর ভিত্তি করে রচিত হয়েছে জাপানি নাটক এক’শ বস্তা চাল। বর্তমান জাপানের উন্নয়নের নেপথ্যে এ ধরনের চিন্তা শক্তি তাদের মানসিক বল জুগিয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকাস্থ জাপান দূতাবাসের যৌথ প্রযোজনায় নাটক ‘এক’শ বস্তা চাল’র ১তম প্রদর্শনী মঞ্চস্থ হতে যাচ্ছে। আগামী ১৯ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটি প্রদর্শিত হবে।
ইয়োজো ইয়ামামোতো রচিত এক’শ বস্তা চাল নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম। নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যজন গোলাম সারোয়ার।
২০০৭ সাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে নাটকটির এ পর্যন্ত ৭০টি প্রদর্শনী হয়েছে। এক’শ বস্তা চাল নাটকটি ‘উচিমুরা’ ও ‘কোমেহিয়াপ্পিয়ো’ নামে দু’টি আন্তর্জাতিক পুরষ্কার লাভ করে। ঢাকার বিভিন্ন নাট্যদলের শিল্পীরা এ নাটকে অংশগ্রহণ করেছেন। ফয়েজ জহির, জুনায়েদ ইউসুফ, সেতু, গোলাম শাহারিয়ার সিক্ত, এরশাদ হাসান, ফজলে রাব্বি সুকর্নো ও জয়িতা এ নাটকে অভিনয় করেছেন।
উল্লেখ্য, এক’শ বস্তা চাল নাটকটির ৭২তম প্রদর্শনী আগামী ২২ মে, শুক্রবার সন্ধ্যা ৭টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এবং ২৩ মে, শনিবার ফরিদপুর জসীম উদ্দীন মিলনায়তনে সন্ধ্যা ৭টায় ৭৩তম প্রদর্শনী মঞ্চস্থ হবে।
এলএ