আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২০


প্রকাশিত: ০৯:২৮ এএম, ২২ জুন ২০১৭

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের একটি ব্যাংকের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বিবিসির সংক্ষিপ্ত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানভিত্তিক বার্তা সংস্থা টলো নিউজ বলছে, গাড়ি বোমা বিস্ফোরণের পর বন্দুকধারীরা সেখানকার একটি ব্যাংকে প্রবেশ করে। এসময় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলি বিনিময় শুরু হয়।

হতাহতের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা রক্ষী। তাৎক্ষণিকভাবে কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।

তবে সাম্প্রতিক কয়েক মাসে তালেবান এবং ইসলামিক স্টেট (আইএস) ওই এলাকায় আত্মঘাতী হামলা চালিয়ে আসছে।

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।