শেরপুরে আদিবাসী যুবকের কারাদণ্ড


প্রকাশিত: ১০:৪৭ এএম, ১৮ মে ২০১৫

শেরপুরের নালিতাবাড়ীতে ইভটিজিংয়ের দায়ে ইন্দ্রমোহন কোচ (১৯) নামে এক আদিবাসী যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ মোল্লা এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত ইন্দ্রমোহন  নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমেশ্চুড়া গ্রামের রঙ্গমোহন কোচের ছেলে।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নালিতাবাড়ীর সমেশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ইন্দ্রমোহন কোচ বিদ্যালয়ে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো এবং মুঠোফোনে অশ্লীল ম্যাসেজ পাঠাতো। পরে মেয়েটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সোমবার সকালে পুলিশ সমেশ্চুড়া বাজার থেকে ইন্দ্রমোহনকে আটক করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে সাজাপ্রাপ্ত ইন্দ্রমোহন কোচকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হাকিম বাবুল/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।