সৌদিতে ঈদের ছুটি বাড়িয়ে ২৪ দিন


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২১ জুন ২০১৭

সৌদি আরবের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি আরেক সপ্তাহ বাড়িয়ে দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদ। বুধবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদের ছুটি এক সপ্তাহ বাড়ানোর আদেশ দিয়েছেন সৌদি বাদশাহ। আগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিস আগামী ২ জুলাই চালুর কথা থাকলেও এখন ৯ জুলাই চালু হবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক সপ্তাহ বেশি ঈদের ছুটি পেলেন।

এর আগে রাজকীয় এক আদেশে ২০ রমজান (১৫ জুন) থেকে ঈদুল ফিতরের ছুটি শুরুর কথা জানানো হয়। ওই সময় ১৭ দিনের ছুটি ঘোষণা করা হলেও বর্তমানে দেশটির সরকারি চাকরিজীবীরা এখন ২৪ দিন ছুটি কাটাতে পারবেন।

কেএ/এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।