অবসরপ্রাপ্ত বিচারপতি কারনানের জামিনের আবেদন খারিজ
অবসরপ্রাপ্ত বিচারপতি সি এস কারনানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাকে জেলে যাওয়ার নির্দেশই বহাল রাখা হয়েছে। বুধবার কারনানের আইনজীবী আদালতে তার জামিনের আবেদন করেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহরের নেতৃত্বাধীন সাত সদস্যের ডিভিশন বেঞ্চ কারনানকে দোষী সাব্যস্ত করে এবং ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। দেশের ইতিহাসে তিনিই প্রথম হাইকোর্টের বিচারপতি যাকে আদালত অবমাননার দায়ে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল।
বুধবারই কলকাতা নিয়ে আসা হয় অবসরপ্রপ্ত বিচারপতি সি এস কারনানকে। সকাল সাড়ে ১১টায় কলকাতায় আনা হয় তাকে। মঙ্গলবার কোয়েম্বাত্তুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোয়াম্বাত্তুর থেকে ছয় কিলোমিটার দূরে মালুমিচম্পাত্তি এলাকার একটি প্রাইভেট রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। কলকাতায় তাকে প্রেসিডেন্সি জেলে রাখা হবে বলে জানানো হয়।
টিটিএন/জেআইএম