ব্রাসেলসে সন্দেহভাজন আত্মঘাতীকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৩:২২ এএম, ২১ জুন ২০১৭

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্দেভাজন এক আত্মঘাতীকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী। ওই ব্যক্তি ব্রাসেলস সেন্ট্রাল স্টেশনে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসির।

Brussels

ওই আত্মঘাতী ছোট-খাট একটি বিস্ফোরণ চালানোর পরপরই তাকে গুলি করা হয়। তবে ওই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

স্থানীয় প্রসিকিউটরা ওই আত্মঘাতীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন।

Brussels

এর আগে ২০১৬ সালের মার্চে ব্রাসেলসে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ৩২ জন নিহত হয়।

Brussels

বেলজিয়ামের দৈনিক লা লিবরে বেলজিক প্রসিকিউটরদের বরাত দিয়ে জানিয়েছে, যে ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে তার কাঁধে একটি ব্যাগ এবং কোমরে বিস্ফোরক বেল্ট ছিল।

Brussels

যখনই রেলস্টেশনে সেনাবাহিনী তাকে লক্ষ্য করেছিল ঠিক সেই মুহূর্তেই সে নিজের সঙ্গে থাকা বিস্ফোরক ডিভাইভ বিস্ফোরণ করে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।