আইএস দমনে রামাদিতে অতিরিক্ত সৈন্য মোতায়েন
ইরাকের প্রধান শহর রামাদির পশ্চিমাঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এলাকায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) দমনে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে। সম্প্রতি এই এলাকায় আইএস এর বোমা হামলায় বিপুল সংখ্যক মানুষ হতাহতের ঘটানোর পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির উচ্চ পর্যায়ের এক সামরিক অফিসার।
রোববার ওই সামরিক অফিসার এক বিবৃতিতে আরো বলেছেন, দেশটির রাজধানী বাগদাদ শহর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত জঙ্গিদের যে ঘাঁটি রয়েছে সেখান থেকেই মূলত আইএস বাহিনী বিভিন্ন ধ্বংসাত্বক কার্যক্রম চালায়। তাই ওদের সম্পূর্ণ ধ্বংস করতেই এই উদ্যেগ নেয়া হয়েছে।
রামাদি শহরটি ইরাকের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর এবং এই শহরেই অবস্থিত দেশটির সেনাবাহিনীর প্রধান কার্যালয়। কিন্তু জঙ্গিরা অনেকদিন থেকেই এই শহর তথা সামরিক ঘাঁটিটি ধ্বংস করার পরিকল্পনা করে আসছে। গত বছর শুরু দিকে এর আশেপাশে বেশ কয়েকটি বড় হামলা হয়েছিল। ওই সব হামলাগুলোতে এখন পর্যন্ত প্রায় ৫ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তবে এবার যাতে বড় ধরণের কোন হামলা যাতে না হয় সেজন্য দেশটির সামরিক বাহিনী বেশ ততপর রয়েছে।
এদিকে, লে.জে. রিয়াদ শাকির জুয়াদ নামের এক সামরিক অফিসার জানিয়েছেন, ইতিমধ্যেই জঙ্গিরা শহরের পূর্বঞ্চলের নিয়ন্ত্রন নিলেও ইরাকের পুলিশ পুনরায় ওই অঞ্চল নিজেদের নিয়ন্ত্রনে নিতে বিভ্ন্নি পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে। আর এবার পুলিশকে এ ব্যাপারে সরাসরি সহযোগিতা করবে দেশটির সেনাবাহিনী।
জেআর/এআরএস/এমএস