আজীবন বিনামূল্যে বিমান ভ্রমণ করবে শিশুটি


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ২০ জুন ২০১৭

সৌদি আরব থেকে ভারত যাবার পথে বিমানে এক শিশু জন্ম নেয়ায় তাকে আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা দিয়েছে জেট এয়ারওয়েজ। রোববার ভারতের কেরালা রাজ্যের এক নারী কোল জুড়ে আসে ভাগ্যবান এ শিশুটি।

তবে শিশুটি সহজে পৃথিবীতে আসেনি। নির্ধারিত সময়ের আগে প্রসব বেদনা শুরু ওই নারীর। বিমানটি তখন ৩৫ হাজার ফুট উঁচুতে। বিমানে ছিল না কোনো ডাক্তার। পরে বিমানের এক ক্রু ও এক নারী যাত্রী সাহায্যে এগিয়ে আসেন। তারা দু’জনেই প্রশিক্ষিত নার্স ছিলেন। বিমানটি মুম্বাই পৌঁছানোর পর মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মা ও শিশু দু’জনই এখন সুস্থ আছে।

এদিকে জেট এয়ারওয়েজ এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, বিমানে জন্ম নেয়া শিশুটি আজীবন তাদের যেকোনো ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। - বিবিসি

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।