ইয়েমেনে সৌদি হামলায় প্রাণ গেল ২৫ জনের


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৮ জুন ২০১৭

ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। রোববার দেশটির স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২৭ মাস ধরে ইয়েমেন সংঘাত চলে আসছে। তবে সৌদি জোটের সর্বশেষ এই হামলার বিষয়ে জোটের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলার মুখে দেশত্যাগে বাধ্য হয়েছেন। তাকে ক্ষমতায় ফেরাতে সৌদি জোট ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ২০১৫ সাল থেকে।

তখন থেকেই গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়েছে ইয়েমেন। রাজধানী সানাসহ দেশটির উত্তরাঞ্চলের বিশাল অংশের নিয়ন্ত্রণ রয়েছে হুথি বিদ্রোহীদের হাতে।

হুথি বিদ্রোহীদের পরিচালিত সাদার স্বাস্থ্য বিভাগের পরিচালক বলেন, শনিবার সাদা জেলার আল-মাশনাক মার্কেটে দুটি বিমান হামলা হয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত ও আরো একজন আহত হয়েছে। মার্কেটটি সৌদি সীমান্তের কাছে।

স্থানীয় চিকিৎসক আব্দেল ইলাহ আল-আজিজ রয়টার্সকে টেলিফোনে বলেন, হামলার আশঙ্কায় ওই এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।