লন্ডনে অগ্নিকাণ্ড : টাউন হল ঘেরাও


প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৬ জুন ২০১৭

লন্ডনের ২৪ তলা এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে বহু মানুষ নিহত হওয়ার ঘটনায় সেখানে বিক্ষোভকারীরা স্থানীয় টাউন হল ঘেরাও করেছে।

‌‘উই ওয়ান্ট জাস্টিস’ অর্থাৎ আমরা ন্যায় বিচার চাই স্লোগান দিতে দিতে কয়েকশ বিক্ষোভকারী এক পর্যায়ে ‘কেনসিংটন অ্যান্ড চেলসি’ টাউন হলের ভেতর ঢুকে পড়েন। সেখান থেকে পুলিশ অন্তত একজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। খবর বিবিসির।

londonএই অগ্নিকাণ্ডের পর থেকে কাউন্সিল কর্তৃপক্ষ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মের সরকারের তীব্র সমালোচনা চলছিল এই বলে যে তারা ঘটনার গুরুত্ব অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু এবং আরও অন্তত ৭০ জন নিখোঁজ থাকার ঘটনায় সেখানে তীব্র ক্ষোভ ধূমায়িত হচ্ছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, কর্তৃপক্ষ তাদের কোনো তথ্য দিয়েই সহযোগিতা করছেন না।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।