যুবরাজের রেকর্ডে ভাগ বসালেন হেইলস (ভিডিও)


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৬ মে ২০১৫

ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের করা এক ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন যুবরাজ সিং। প্রায় ৮ বছর পর যুবরাজের সেই রেকর্ডে ভাগ বসালেন বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। শুক্রবার ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে কীর্তি গড়েন ইংলিশ এই ক্রিকেটার।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে বার্মিংহামের বিপক্ষে খেলেছেন ৪৩ বলে ৮৬ রানের হার না মানা ইংনিস। তাতে আট উইকেটে জিতেছে হেইলসের দল নটিংহ্যামশায়ার।

বয়েড র্যানঙ্কিংয়ের করা ১১তম ওভারের শেষ তিন বলে ছক্কা হাঁকান হেইলস। এরপর আতিক জাভিদের করা পরের ওভারের দ্বিতীয় বলেই স্ট্রাইক পান এই মারকুটে ব্যাটসম্যান। টানা ২,৩ ও ৪ নম্বর বল হাওয়ায় ভাসিয়ে সীমানা পাড় করেন অ্যালেক্স হেইলস। ছয় বলে টানা ছয় ছক্কা হাঁকিয়ে স্যার গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস ও যুবরাজ সিং-এর পাশে নাম লেখালেন তিনি।

এবার হেইলসের ব্যাটিং দেখা যাবে আইপিএলেও। ইনজুরি আক্রান্ত কোরি অ্যান্ডারসনের জায়গায় খেলবেন অ্যালেক্স হেইলস। ১৭ মে শেষ লিগ ম্যাচে দেখা যাবে এই ইংলিশ ওপেনারকে।



এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।