ইউক্রেন সংকট নিয়ে আলোচনায় বসছেন ন্যাটো নেতারা


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৪

ইউক্রেন সংকট নিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ন্যাটো নেতারা। ওয়েলস সম্মেলনের আগে তারা এ আলোচনায় বসতে চান।

ইউক্রেন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ওই আলোচনায় দেশটির সংকট ও সমস্যার কথা যুক্তরাষ্ট্র, ইউরোপ নেতাদের কাছে জানাবেন । এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কী ধরনের কথা হয়েছে তাও জানাবেন।

এবার ন্যাটো সম্মেলনে ইউক্রেন সংকট, আইএস জঙ্গি ও আফগানিস্তান জঙ্গিদের বিষয়ে আলোচনা হতে পারে।
এদিকে গতকাল বুধবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে টেলিফোন আলাপচারিতায় পুতিন জানান, গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে ইউক্রেন।
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।