লন্ডনে ২৭ তলা ভবনে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক আহত


প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৪ জুন ২০১৭

লন্ডনের পশ্চিমাঞ্চলীয় লাটিমের রোডে ২৭ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। বহু মানুষ ওই বহুতল ভবনটিতে আটক পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ অগ্নিকাণ্ডের সময় ভবনের বেশিরভাগ মানুষই নিজেদের অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে ছিলেন। খবর রয়টার্সের।

London

আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা ধরে ৪০টি দমকলের গাড়ি নিয়ে ২শ দমকলকর্মী কাজ করছেন।

London

লন্ডনের দমকল বাহিনী জানিয়েছে, গ্রেনফেল নামের ওই বহুতল ভবনটিতে রয়েছে মোট ১২০টি ফ্ল্যাট। দ্বিতীয় তলা থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

London

লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।