কাতারের ওপর অবরোধ আরোপ করেনি সৌদি!


প্রকাশিত: ০৬:১২ এএম, ১৪ জুন ২০১৭

সৌদিসহ আটটি দেশের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, তারা দোহার সঙ্গে প্রতিবেশি দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের বিষয়টিকে জোর দিচ্ছে। এর মধ্যেই ওয়াশিংটনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বলেছেন, কাতারের ওপর কোনো অবরোধ আরোপ করা হয়নি। খবর আরব নিউজের।

মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। বুধবার মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস এবং কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল আত্তিয়াহর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

টিলারসন এবং আল জুবেইর স্টেট ডিপার্টমেন্টে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন। তাদের আলোচনায় কাতার ইস্যু গুরুত্ব পেয়েছে।

বেনজামিন ফ্রাঙ্কলিনে টিলারসনের পাশে দাঁড়িয়ে আল জুবেইর বলেন, কাতারের ওপর কোনো অবরোধ আরোপ করা হয়নি। তারা মুক্ত। তাদের বন্দর এবং বিমানবন্দরগুলোও মুক্ত।

সৌদির পররাষ্ট্রমন্ত্রীর নতুন করে এ ধরনের ঘোষণার কারণ স্পষ্ট নয়। কারণ মাত্র কয়েকদিন আগেই সৌদিসহ আট দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর পরই সৌদি কাতারের সঙ্গে তাদের সীমান্ত এবং আকাশপথ বন্ধ করে দিয়েছে। অথচ সৌদির তরফ থেকে এখন নতুন করে বলা হচ্ছে তারা কাতারের ওপর কোনো অবরোধ আরোপ করেনি।

আল জুবেইর বলেন, ‘আমরা যা করেছি, তা হচ্ছে আমাদের আকাশপথ ব্যবহারে তাদের বাধা দিয়েছি। এটা আমাদের সার্বভৌমিক অধিকার। কাতার এয়ারওয়েজ বা কাতারের কোনো এয়ারলাইন্সের ওপর সৌদির আকাশ ব্যবহার করার ক্ষেত্রে এই সীমাবদ্ধতা আনা হয়েছে, অন্য কারো জন্য নয়।’

তিনি আরো বলেন, ‘কাতারের বন্দরগুলো খোলা। সেখানে কোনো অবরোধ নেই। কাতার যেকোনো জায়গায় পণ্য পাঠাতে পারে। তারা শুধুমাত্র আমাদের জলসীমানা ব্যবহার করতে পারবে না।’

এদিকে, মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে ফোন করেছেন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।