দোহায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৩ জুন ২০১৭

আরব উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোর তীব্র কূটনৈতিক সংকটের মাঝে দোহায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডানা শেল স্মিথ পদত্যাগ করছেন বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইট বার্তায় মার্কিন রাষ্ট্রদূত ডানা শেল স্মিথ বলেন, চলতি মাসেই কাতারে রাষ্ট্রদূত হিসেবে আমার তিন বছরের ইতি টানবো। এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয়...।

এদিকে কি কারণে মার্কিন এই রাষ্ট্রদূত পদত্যাগ করছেন; সেবিষয়ে কিছু বলেননি তিনি। এছাড়া তার পরিবর্তে দূতাবাসের দায়িত্ব কে পালন করবেন সেবিষয়েও কিছু বলেননি শেল।

তবে অনেক মার্কিন রাষ্ট্রদূতই তাদের তিন বছর মেয়াদ শেষের পর পরই পদত্যাগ করেন। উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সংকটের মাঝে তার এই পদত্যাগ ওয়াশিংটনের কাছে মিশ্র ইঙ্গিত পাঠাচ্ছে।

গত সপ্তাহে সৌদি আরব এবং এর বেশ কয়েকটি মিত্র দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। দোহা সন্ত্রাসবাদে অর্থায়ন করছে অভিযোগ এনে সৌদি নেতৃত্বাধীন ৯ দেশের সম্পর্কেচ্ছেদের ঘোষণায় সংকপ দেখা দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। তবে কাতারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে দোহা।

সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোর সম্পর্ক ছিন্নের পদক্ষেপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানালেও মার্কিন অন্যান্য কর্মকর্তারা বেশ সতর্কতা অবলম্বন করছেন। তারা মধ্যপ্রাচ্য সংকট সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছেন।

শেল স্মিথ ২০১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে কাতারের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। গত মাসে রাজনৈতিক অস্থিরতা নিয়ে হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) প্রধান জেমস কমিকে বরখাস্তের পর পরই হতাশা প্রকাশ করেছিলেন।

সূত্র : এএফপি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।