ইরাকি ক্যাম্পে খাদ্যে বিষক্রিয়ায় কয়েকশ মানুষ অসুস্থ


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৩ জুন ২০১৭

ইরাকের মসুল শহরে বাস্তুচ্যুতদের জন্য নির্মিত ক্যাম্পে খাদ্যে বিষক্রিয়ায় কয়েক শ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

সারাদিন রোজা রাখার পর ক্যাম্পে ইফতার করার পর থেকেই বহু মানুষ বমি এবং ডায়রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে মসুল দখলের লড়াইয়ে বাস্তুহারা হয়ে পড়েছেন বহু মানুষ। ঘর-বাড়ি হারানো এসব অসহায় মানুষরা মসুল এবং ইরবিলের মধ্যবর্তী একটি ক্যাম্পে আশ্রয় নেন।

শহরের পশ্চিমাঞ্চল দখল করে রেখেছে আইএস। কুর্দিশ রুদাও নিউজ এজেন্সি জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে প্রায় ৭৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া কমপক্ষে একটি শিশুর মৃত্যু হয়েছে।

ইরবিলের একটি রেস্টুরেন্টে তৈরি খাবার ওই ক্যাম্পের বাসিন্দাদের জন্য নিয়ে এসেছিল একটি কাতারি দাতব্য সংস্থা। স্থানীয় তিনটি হাসপাতালে লোকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।