তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পানামা


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ১৩ জুন ২০১৭

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে পানামা। তাইওয়ান এবং পানামার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কে এবার ফাটল ধরল। খবর বিবিসির।

পানামা সরকারের তরফ থেকে জানানো হয়েছে, চীনকে একক রাষ্ট্র হিসেবে দেশটি স্বীকৃতি দিয়েছে এবং তারা তাইওয়ানকে চীনের একটি অংশ হিসেবে বিবেচনা করছে।

পানামার এমন সিদ্ধান্তে ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছে তাইওয়ান। চীন বরাবরই তাইওয়ানকে তাদের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে আসছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে আফ্রিকার সাও তোমি এবং প্রিন্সিপ দ্বীপও এমন কাজ করেছিল। এখন মাত্র ২০টি দেশের সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।