মেহেরপুর সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশব্যাক


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৫ মে ২০১৫

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিন (বিএসএফ)। শুক্রবার সকালে মুজিবনগর সীমান্তের ১০৯ ও ১১০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের পাথরঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার ফটক খুলে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। এ সময় তারা পায়ে হেঁটে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে এসে বাসযোগে বিভিন্ন স্থানে চলে যায়। তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত নয় বিজিবি।

পুশব্যাক হওয়া গোপালগঞ্জের বিশ্বজিত মন্ডল জানান, তিনি বছরখানেক আগে কোলকাতায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পুলিশের হাতে আটক হন। তিনি পাসপোর্ট ভিসা ছাড়াই গিয়েছিলেন। কোলকাতার দমদম কারাগার থেকে গতকাল বিকেলে তিনিসহ শতাধিক মানুষ মুক্তি পায়। এ সময় তাদেরকে পুলিশ ভ্যানযোগে বিভিন্ন সীমান্তে নিয়ে পুশব্যাক করানো হয়। ভোরে তিনিসহ অন্তত ৪০ জনকে মুজিবনগর সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। তবে এদের মধ্যে সবাই বাংলাদেশি কিনা তা নিশ্চিত নন বিশ্বজিত মন্ডল।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজিবি মুজিবনগর বিওপি কমান্ডার সুবেদার আবু তাহের জানান, পুশব্যাকের বিষয়টি তাদের জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আতিকুর রহমান টিটু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।