সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর বার্তা সম্পাদক আহত


প্রকাশিত: ০১:২১ পিএম, ১৫ মে ২০১৫

রাজধানীর কাকরাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রথম আলোর বার্তা সম্পাদক শাহেদ মোহাম্মাদ আলী আহত হয়েছেন। এসময় ওই প্রাইভেট কারে শাহেদ মোহাম্মদ আলীর সঙ্গে থাকা তার ছেলে, মেয়ে ও ভাতিজাও আহত হয়েছেন।  

শুক্রবার দুপুরে শান্তিনগরে স্কাই লাইন পরিবহনের একটি বাস তার ব্যক্তিগত গাড়িকে (ঢাকা মেট্রো খ ১৩-২৫১২) ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোর বিশেষ প্রতিবেদক শরিফুজ্জামান জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় গাড়িতে থাকা শাহেদ মুহাম্মদ আলীর এক ভাতিজি গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতাল; সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে লালমাটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তিনি মুখমণ্ডলে ও পায়ে আঘাত পেয়েছেন। তার মুখে অস্ত্রোপোচার করা হয়েছে। গাড়িতে থাকা শাহেদের আট বছরের শিশুকন্যা ও সাড়ে তিন বছরের ছেলেও সামান্য আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তারা বাসায় ফেরেন।

শাহেদ মুহাম্মদ আলী জানান, তারা বেইলি রোড থেকে পল্টনের বাসায় ফিরছিলেন। পথে শান্তিনগরের মোড়ে কাকরাইলের দিক থেকে আসা একটি বাস হঠাৎ করে তার গাড়ির পেছনের ডানপাশ দুমড়ে মুচড়ে দেয়। এরপর বাসটি কয়েকটি রিকশাকে আঘাত করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুজন কর্মকর্তা গাড়িতে করে তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে সহকর্মীদের সহায়তায় তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে হাবিব নামে বাস চালকের এক সহকারীকে আটক করা হয়েছে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।