২০০ বছরেও গঙ্গা নদী পরিষ্কার সম্ভব না


প্রকাশিত: ০৫:১২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৪

গঙ্গা নদীকে পরিষ্কারে ভারত সরকারের নেওয়া পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। আদালত বুধবার বলেছে, কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনা অনুযায়ী ২০০ বছরেও গঙ্গা নদী পরিষ্কার করা যাবে না। খবর এনডিটিভির।

বর্তমান পরিকল্পনার সমালোচনার পর আগামী তিন সপ্তাহের মধ্যে সরকারকে সঠিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

সর্বোচ্চ আদালত বলেছে, ‘আপনার (সরকার) পরিকল্পনা দেখার পর মনে হচ্ছে, ২০০ বছরেও গঙ্গা পরিষ্কার করা যাবে না। গঙ্গা যেন তার হারানো ঐতিহ্য ফিরে পায় এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন এটা দেখতে পায়, সে জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে।’

২ হাজার ৫০০ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি পরিষ্কারের পরিকল্পনায় ‘আমলাতান্ত্রিক’ জটিলতাও খুঁজে পেয়েছে আদালত।

আদালত আরও বলেছে, ‘আমরা এ বিষয়ে যেন-তেন কমিটি চাই না।’এর আগে মোদি সরকারের পক্ষ থেকে ঐতিহ্যবাহী এ নদীটি পরিষ্কারের ঘোষণা দেওয়া হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পুণ্যস্থান হিসেবে পরিচিত এ নদীটির অনেকাংশই বর্তমানে দূষণের শিকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।