রাজধানীর এক-চতুর্থাংশ ৪ ঘণ্টা বিদ্যুৎহীন


প্রকাশিত: ০৪:৫২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৪

রাজধানীতে বুধবার আবারও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৪টা থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎহীন থেকেছেন রাজধানীর রামপুরা, মগবাজার, ধানমন্ডি, পরিবাগ, শেরেবাংলা নগর, কলাবাগান, কারওয়ান বাজার, নিউমার্কেট, গ্রিন রোড, কাঠালবাগান, হাতিরপুল, সেগুনবাগিচা, বেইলি রোডসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা।

ডিপিডিসি সূত্রে জানা গেছে, রামপুরা ওয়াপদা রোডে অবস্থিত ১৩২ কেভি উলন পাওয়ার স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণেই রাজধানীর প্রায় এক-চতুর্থাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এর আগে গত ২৮ আগস্ট রামপুরা ওয়াপদা রোডে অবস্থিত ১৩২ কেভি উলন পাওয়ার স্টেশনে একই ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওই দিন আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎপ্রবাহ বন্ধ ছিল।

ঢাকা পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান বলেন, ‘বিকেল সাড়ে ৪টা থেকে উলন বিদ্যুৎ স্টেশনটিতে সমস্যা দেখা দেয়। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।