ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০


প্রকাশিত: ০২:০০ পিএম, ১১ জুন ২০১৭

ভারতের উত্তর প্রদেশের মথুরার ফতেপুর সিকরি খালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে একই পরিবারের নয়জনসহ ১০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের পাঁচজনই নারী। আগ্রা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।

পুলিশের ভাষ্যমতে, রাজস্থানের একটি মন্দিরে পুজা দেয়ার উদ্দেশ্যে গাড়িতে করে যাচ্ছিলেন তারা। দ্রুত গতিতে চলার একপর্যায়ে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ভারতের স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে একজন চালক এবং বাকিরা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, বারেলি শহরের সুভাস নগরের রাবিভ কলোনির বাসিন্দা তারা। নিহত চালকও বারেলি জেলার দিনাওয়ার এলাকার বিচুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।