যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী সমাবেশ, সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সিয়াটল, মিনিয়াপলিসসহ কয়েকটি শহরে মুসলিমদের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। ইসলামি আইন বা শরিয়ার বিরোধিতা করে আয়োজন করা হয় বিপক্ষের সমাবেশ। খবর সিএনএন ও আল-জাজিরার।
এদিকে পাল্টাপাল্টি ডাকা সমাবেশে সংঘর্ষেও জড়িয়েছে দু’পক্ষ।
পশ্চিমা গণতন্ত্রের সঙ্গে শরিয়াহ বেমানান- এমন যুক্তি তুলে ধরে শনিবার ওই আইনের বিরোধিতা করে ২৪টিরও বেশি শহরে সমাবেশের ডাক দেয় এসিটি ফর আমেরিকা নামে একটি সংগঠন। দ্য সাইদার্ন পোভার্টি ল সেন্টারের মতে, এ সংগঠনটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিমবিরোধী সংগঠন।
সিএনএনের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, সিয়াটলের অক্সিডেন্টাল পার্কে সংঘর্ষ থামাতে পুলিশকে পিপার স্প্রে করতে হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।
এ ছাড়া মিনেনসোটা স্টেট পেট্রোল তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করে আরও সাতজনকে আটকের কথা জানিয়েছে। তবে সংঘর্ষে কেউ আহত হয়েছেনে বলে কোনো খবর পাওয়া যায়নি।
পেনসিলভানিয়ার হ্যারিসবার্গ থেকে দু’জন আটক হয়েছেন।
নিউইয়র্কে সমাবেশে ৫শ লোক জড়ো হলেও সেখানে সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে শরিয়া আইনের কোনো অস্তিত্ব নেই। তারপরও এটি দেশটির এক বড় রাজনৈতিক ইস্যু।
এনএফ/জেআইএম