ভারত-চীনের মধ্যে ১০ বিলিয়ন ডলারের ২৪ চুক্তি সই


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৫ মে ২০১৫

চীন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের মধ্যে শিক্ষা, খনি উন্নয়ন, বাণিজ্যসহ ১০ বিলিয়ন ডলারের মোট ২৪টি চুক্তি সাক্ষরিত হয়েছে। শুক্রবার সকালে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনার পর এই চুক্তিগুলো সাক্ষরিত হয়। খবরে বলা হয়েছে, আলোচনায় নরেন্দ্র মোদি দুই দেশের বাণিজ্য সহযোগিতার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, মোদির এ সফরে চীন-ভারত বাণিজ্য বৈষম্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে চীনের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি ৩৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে চীনা প্রেসিডেন্টের কাছে নিজেদের উদ্বেগের কথা জানান প্রধানমন্ত্রী মোদি।

সফর শুরু করার আগে তিনি বলেছিলেন, এই সফর শুধু ভারত-চীন সম্পর্ককেই এক অন্য উচ্চতায় নিয়ে যাবে তা-ই নয়, এটি এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে একটা মাইলফলক হয়ে থাকবে। সফর শুরু করার আগে বুধবার দিল্লিতে চীনা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোদি বলেন, এই সফরের জন্য তিনি এক বছর ধরে অপেক্ষা করেছেন।

# মোদির সামনে চীনা টিভির পর্দায় কাশ্মীরহীন ভারতীয় মানচিত্র

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।